79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০১ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ৬
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শেষ করে দেশে ফিরছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ত্যাগ করেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

প্রধান উপদেষ্টাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে বিভিন্ন বৈঠক ও আলোচনায় অংশ নেন প্রফেসর ইউনূস। এ সফরে তিনি বৈশ্বিক পরিসরে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক অবস্থান তুলে ধরেন।