79°F বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: প্রধান নির্বাচন কমিশনার

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২২ জুন ২০২৫ | নিউজটি দেখেছেন: ১০
সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, নির্বাচনে সরকারের মুখ্য ভূমিকা রয়েছে এবং তাদের সহায়তা নিয়েই নির্বাচন পরিচালনা করতে হবে।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত “নির্বাচনী আইন ও বিধি” বিষয়ক এক কর্মশালায় এসব মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, “ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নামানো থেকে শুরু করে নানা কার্যক্রমে সরকারের সহযোগিতা লাগবে। সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, তবে প্রতিদিন নয়। নির্বাচন সংক্রান্ত সময়সূচি নির্ধারিত সময়েই প্রকাশ করা হবে এবং তা যথাসময়ে সবাই জানতে পারবেন।”

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “এটা ঘটা করে সরকারের সঙ্গে দেখা করার বিষয় নয়। ফর্মাল ও ইনফর্মাল নানা উপায়েই সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। সময় হলে সব কিছু প্রকাশ্যে জানানো হবে। সভা করে আলাদা করে দেখা করার প্রয়োজন নেই।”

নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে সিইসি বলেন, “আমরা একে রোডম্যাপ বলছি না, বরং এটাকে একটি কর্মপরিকল্পনা হিসেবে দেখছি। এই কর্মপরিকল্পনা আমরা অনেক আগেই শুরু করেছি এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করছি।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশন সরকারের কোনও অংশ নয়, তবে সরকারের কার্যক্রমের সঙ্গে কমিশনের সমন্বয় থাকতে হয়। নির্বাচন কমিশনের কাজ জনগণের আস্থা অর্জন করা এবং সে লক্ষ্যেই তারা এগিয়ে যাচ্ছে।

এসময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদসহ ইসির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।