যুক্তরাজ্যে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে হাজারো ভোক্তার ক্ষোভ, মামলা ঠুকলেন প্রায় তিন হাজার মানুষ
বিশ্ববিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন অ্যান্ড জনসনের (Johnson & Johnson) বিরুদ্ধে যুক্তরাজ্যে উঠেছে গুরুতর অভিযোগ। প্রতিষ্ঠানটির জনপ্রিয় বেবি পাউডারে অ্যাসবেস্টস নামক ক্যানসার-সৃষ্টিকারী উপাদান থাকার অভিযোগে প্রায় তিন হাজার ভোক্তা কোম্পানিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-এর এক প্রতিবেদনে (১৬ অক্টোবর) জানানো হয়, মামলার পক্ষে আদালতে উপস্থাপন করা হয়েছে অভ্যন্তরীণ গোপন নথি, বৈজ্ঞানিক প্রতিবেদন ও গবেষণার তথ্য, যা নির্দেশ করে যে ১৯৬০-এর দশক থেকেই জনসন অ্যান্ড জনসন জানত তাদের ট্যালকম পাউডারে ট্রেমোলাইট ও অ্যাকটিনোলাইট জাতীয় ফাইবারযুক্ত খনিজ উপাদান রয়েছে।
এই উপাদানগুলো ফাইবার আকারে থাকলে তা অ্যাসবেস্টসে পরিণত হয়, যা ক্যানসার সৃষ্টিতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
আইনি নথিতে আরও বলা হয়েছে, বিপজ্জনক উপাদানটির উপস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও জনসন অ্যান্ড জনসন কখনও তাদের পণ্যের লেবেলে সতর্কবার্তা সংযুক্ত করেনি। বরং বেবি পাউডারকে “বিশুদ্ধতা ও নিরাপত্তার প্রতীক” হিসেবে প্রচারণা চালিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, জনসন অ্যান্ড জনসন সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি— কোম্পানির পণ্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রস্তুত এবং এতে অ্যাসবেস্টসের কোনো উপস্থিতি নেই। প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের বেবি পাউডার ক্যানসার সৃষ্টি করে না।
উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালেই যুক্তরাজ্যে জনসন অ্যান্ড জনসনের ট্যালকম বেবি পাউডারের বিক্রি বন্ধ হয়ে যায়।
এর আগে যুক্তরাষ্ট্রে একই অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে একাধিক মামলা হয়, যেখানে ক্ষতিগ্রস্ত অনেকেই বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন। তবে কিছু ক্ষেত্রে জনসন অ্যান্ড জনসন আপিল করে রায় পরিবর্তন করতে সক্ষম হয়েছে।
যুক্তরাজ্যের বাদীপক্ষের আইনজীবীদের মতে, এবার মামলাটি আদালতে প্রমাণিত হলে জনসন অ্যান্ড জনসনকে শত শত মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতে হতে পারে।
আপনার বিজ্ঞাপন এখানে