70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

‘উপদেষ্টাদের নয়, জাতির সেফ এক্সিট দরকার’: ড. আসিফ নজরুল

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১১ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩৯
‘উপদেষ্টাদের নয়, জাতির সেফ এক্সিট দরকার’: ড. আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই; বরং দরকার গোটা জাতির সেফ এক্সিট—এই ভয়াবহ অপশাসন, দুর্নীতি ও আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন,

“বর্তমানে অনেকে ‘সেফ এক্সিট’ নিয়ে নানা আলোচনা করছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই—আমাদের উপদেষ্টাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। প্রয়োজন এই জাতির, যে রাষ্ট্র কাঠামো গত পাঁচ দশক ধরে ভেতর থেকে ক্ষয়প্রাপ্ত হয়েছে, সেই জায়গা থেকে সরে আসার।”

তিনি আরও বলেন,

“আমরা ৫৫ বছর ধরে দুঃশাসন দেখেছি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখেছি, দেখেছি কীভাবে ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত কেড়ে নেওয়া হয়েছে। এই অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে জনগণের মুক্তিই হচ্ছে প্রকৃত ‘সেফ এক্সিট’।’’

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।