তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে করা আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে পরবর্তী শুনানি আগামী ২১ অক্টোবর ধার্য করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে এ রিভিউ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় প্রধান বিচারপতি মন্তব্য করেন, আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটি কার্যকর সমাধান চায়, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়।
এর আগে, মঙ্গলবার (২৬ আগস্ট) আপিল বিভাগের একই বেঞ্চে শুনানি শুরু হলে আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে যে সব বিচারপতি রায় দিয়েছেন, তারা পরবর্তীতে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপর আদালত বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেন।
২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন। এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ কয়েকজন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পৃথক আবেদন করা হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। ২০০৪ সালে হাইকোর্ট এই সংশোধনীকে বৈধ ঘোষণা করলেও, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ২০১১ সালে এই ব্যবস্থা বাতিল করা হয়।
আপনার বিজ্ঞাপন এখানে