ইতালির রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে একটি ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (IFAD) প্রেসিডেন্ট আলভারো লারিও-এর সঙ্গে বৈঠক শেষে এই প্রস্তাব উপস্থাপন করেন তিনি।
বৈঠকে ড. ইউনূস বলেন, এই ধরনের সামাজিক ব্যবসা তহবিল দেশের কৃষি, স্বাস্থ্য এবং উদ্যোক্তা উন্নয়ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণ কৃষক ও উদ্যোক্তারা যদি এই উদ্যোগের মাধ্যমে অর্থায়ন পান, তবে তা বাংলাদেশের কৃষি খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
বৈঠকে বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল—গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণের নতুন সুযোগ, আম ও কাঁঠাল রপ্তানি বৃদ্ধি, জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা এবং দুগ্ধ শিল্পে আন্তর্জাতিক সহযোগিতা।
জবাবে, আইএফএডি প্রেসিডেন্ট আলভারো লারিও বাংলাদেশের সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গত রোববার (১২ অক্টোবর) রোমে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক। এবারের এই আন্তর্জাতিক ইভেন্ট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে, যেখানে খাদ্য নিরাপত্তা, কৃষি উদ্ভাবন ও টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনাই কেন্দ্রবিন্দুতে থাকবে।
আপনার বিজ্ঞাপন এখানে