তারেক রহমানকে বরণে শীত উপেক্ষা, নির্ঘুম রাত কাটালেন বিএনপির নেতাকর্মীরা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ। দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখা এই নেতাকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (সাবেক ৩০০ ফিট) এলাকায় আয়োজন করা হয়েছে বিশাল সমাবেশ। আর সেই সমাবেশ ঘিরে তীব্র শীত উপেক্ষা করে সারা রাত নির্ঘুম সময় কাটিয়েছেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে সরেজমিনে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকা ঘুরে দেখা যায়, পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। স্লোগান, মিছিল আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে আশপাশের প্রতিটি সড়ক ও অলিগলি।
কনকনে ঠান্ডা উপেক্ষা করেই ভোরের আলো ফোটার আগ থেকেই নেতাকর্মীদের ঢল নামে সংবর্ধনাস্থলে। অনেকেই জানান, শীত কিংবা কষ্ট কোনো বিষয় নয়—প্রিয় নেতাকে একনজর দেখতেই এই অপেক্ষা।
একজন তৃণমূল কর্মী বলেন, “গতকাল দুপুর থেকেই এখানে আছি। সারারাত রাস্তায় কাটিয়েছি। খুব ঠান্ডা ছিল, কিন্তু নেতার জন্য এই কষ্ট কিছুই না।”
দেড় যুগের বেশি সময় পর তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে আবেগ আর উচ্ছ্বাসের জোয়ার। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তার বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইট অবতরণের কথা রয়েছে।
বিমান সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ৩৬ মিনিট) লন্ডন হিথ্রো থেকে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২০২। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯ উড়োজাহাজে পরিচালিত এই ফ্লাইটটি লন্ডন–সিলেট–ঢাকা রুটে চলাচল করছে।
উচ্চপর্যায়ের যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও অপারেশনাল সমন্বয় জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আপনার বিজ্ঞাপন এখানে