আসন্ন জাতীয় নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাইলে সাংবাদিকদের সহযোগিতা গ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীতে “নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমের বিধিমালা” নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
সাখাওয়াত হোসেন বলেন, “সরকারের বক্তব্য নয়, এটি আমার ব্যক্তিগত মতামত — সাংবাদিকদের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেওয়ার নিয়মটি পুনর্বিবেচনা করা দরকার। সাংবাদিকদের উপস্থিতি ভোটকেন্দ্রে নির্বাচনকে আরও স্বচ্ছ করবে।”
তিনি আরও বলেন, “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অন্তর্বর্তীকালীন সরকারও এমন একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চায়, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে।”
২০০৮ সালের নির্বাচনের পর বহু ভোটার ভোট দিতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, “অনেক তরুণ এখনো জানে না ভোট দেওয়ার পদ্ধতি কী। গত এক যুগে এককভাবে দেশ পরিচালনার সংস্কৃতি তৈরি হয়েছে। এতে শুধু কোনো নির্দিষ্ট দলের নয়, গোটা জাতির দায় রয়েছে।”
উপদেষ্টা সাখাওয়াতের মতে, “আগামী নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে চাইলে নির্বাচন কমিশনের উচিত সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা। ভোটকেন্দ্র ও ভোটকক্ষ—এই পার্থক্য স্পষ্টভাবে বোঝাতে হবে সবাইকে।”
আপনার বিজ্ঞাপন এখানে