79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

সরকারি কর্মচারীদের জন্য বাড়ছে চিকিৎসা ও অন্যান্য আর্থিক সুবিধা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩৯
সরকারি কর্মচারীদের জন্য বাড়ছে চিকিৎসা ও অন্যান্য আর্থিক সুবিধা

বাংলাদেশসরকার তার কর্মচারীদের জন্যচিকিৎসা ও কল্যাণমূলক বিভিন্নআর্থিক সুবিধা বৃদ্ধি করেছে। সম্প্রতি জারি করা একপরিপত্রে এ ঘোষণা দেওয়াহয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তাসলিমা আলীর স্বাক্ষরিত এইপরিপত্রে চিকিৎসা ভাতা, দাফন ও সৎকারখরচ, গ্রুপ ইন্স্যুরেন্স এবং মাসিক কল্যাণভাতার পরিমাণ বাড়ানো হয়েছে।

নতুননির্দেশনা অনুযায়ী, একজন সরকারি কর্মচারীরদাফন ও সৎকার বাবদঅনুদান ৩০,০০০ টাকাথেকে বাড়িয়ে ৫০,০০০ টাকাকরা হয়েছে। যদি কোনো কর্মচারীরপরিবারের সদস্য মারা যান, তাহলেতিনি এখন ১০,০০০টাকার পরিবর্তে ২০,০০০ টাকাসহায়তা পাবেন।

এছাড়াও, এককালীন গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা ২ লাখ টাকাথেকে বাড়িয়ে ৩ লাখ টাকাকরা হয়েছে। মাসিক কল্যাণ ভাতা ২,০০০টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করাহয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর অসুস্থতার জন্য বছরে একবারঅনুদানের আবেদন করা যাবে।

অবসরপ্রাপ্তকর্মচারীরাও গুরুতর এবং সাধারণ উভয়ধরনের চিকিৎসার জন্য যোগ্য বিবেচিতহবেন। পরিবারের সদস্যদের ক্ষেত্রে ৭৫ বছর বয়সপর্যন্ত চিকিৎসা সহায়তা পাওয়ার অধিকার থাকবে। এই বর্ধিত সুবিধাগুলোসরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়কহবে বলে আশা করাহচ্ছে।