70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

সন্ত্রাসবিরোধী মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৬ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৩
সন্ত্রাসবিরোধী মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, চলতি বছরের ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। ২৮ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ-৭১’ নামে একটি সংগঠনের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।

জামিনের খবর জানার পর লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তাঁর ভাই, কৃষক নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তারা এই জামিন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছে।