79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

শিবিরের বট আইডির অ্যাটাক’-এর শিকার হয়েছিলেন, জানালেন ডাকসু প্রার্থী জুমা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৩ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৭
শিবিরের বট আইডির অ্যাটাক’-এর শিকার হয়েছিলেন, জানালেন ডাকসু প্রার্থী জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে মুক্তিযুদ্ধ ওগণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেনফাতিমা তাসনিম জুমা। সম্প্রতি তিনিঅভিযোগ করেছেন যে, তিনিও ‘শিবিরেরবট আইডি’র সাইবারআক্রমণের শিকার হয়েছিলেন।

 

সাইবার বুলিং ও জুমার অভিজ্ঞতা

সম্প্রতি ডাকসু নির্বাচনের প্রেক্ষাপটে নারী প্রার্থীদের সাইবারবুলিংয়ের শিকার হওয়ার ঘটনা নিয়ে ব্যাপকআলোচনা চলছে। বিশেষ করে, বাম জোটসমর্থিত প্রার্থী বিএম ফাহমিদা আলমকে এক ছাত্রের দেওয়াধর্ষণের হুমকির পর বিষয়টি আরওবেশি সমালোচিত হয়।

এই আলোচনার পরিপ্রেক্ষিতেইসোমবার (১ সেপ্টেম্বর) রাতেজুমা তার ফেসবুক পোস্টেনিজের অভিজ্ঞতার কথা জানান। তিনিবলেন, “শিবিরের বট আইডির অ্যাটাকআমিও কম খাইনি। মোটামুটিসবার রুট লেভেলই সেইম, বাম বাদে।”

 

জুমার প্রশ্ন ও অভিযোগ

ফাহমিদাকে হুমকি দেওয়া ছাত্রের সঙ্গে শিবিরের সম্পৃক্ততা নিয়ে বিতর্ক চললেওজুমা প্রশ্ন তুলেছেন, কেন শুধু একটিঘটনা নিয়েই আলোচনা হচ্ছে। তিনি বলেন, যখনঅন্য দলের একজন নারীনেত্রী কটূক্তি করে আরেক নারীকেহেয় করেন, তখন কোনো প্রতিবাদহয় না, অথচ এখনপ্রতিবাদ হচ্ছে। তিনি আরও বলেন, “স্লাটশেমিংয়ের ব্যাপারে আমি কোনো প্যানেলেযাওয়ার আগে একবার শিবিরেরএক নেতাকে একটা ইস্যু এড্রেসকরেছিলাম। তার অ্যাপ্রোচ কী।আর আমার সাথে হওয়াঅন্যায়ের ব্যাপারে অবগত করার পরেওআরেক দলের নেতার অ্যাপ্রোচকী। যারা পার্থক্য দেখাতেবলছেন, নেন। দেখাইলাম।”

জুমা তার পোস্টেদুটি স্ক্রিনশট সংযুক্ত করে দিয়েছেন, যেখানেতিনি ছাত্রশিবির ও ছাত্রদল—উভয়দলের নেতাদের কাছে সাইবার বুলিংয়েরদুটি ভিন্ন ঘটনা সম্পর্কে মেসেজপাঠিয়েছিলেন। তিনি উভয় নেতারদেওয়া জবাব তুলে ধরেন, যা থেকে বোঝা যায়, সাইবার বুলিংয়ের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গিতে কী ধরনের পার্থক্যরয়েছে।