70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

‘শাপলা’ প্রতীক তালিকায় নেই, রমজানের আগেই ভোট: নির্বাচন কমিশনার আনোয়ারুল

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৯ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩২
‘শাপলা’ প্রতীক তালিকায় নেই, রমজানের আগেই ভোট: নির্বাচন কমিশনার আনোয়ারুল

নির্বাচন কমিশনের নিবন্ধিত প্রতীক তালিকায় ‘শাপলা’ প্রতীক না থাকায় সেটি কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনসে আয়োজিত “নির্বাচন ঘিরে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি” বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রতীক তালিকায় শাপলা নেই, তাই এটি কাউকে দেওয়া যাবে না। কমিশন আইন ও সংবিধান অনুযায়ী কাজ করে; কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না।”

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। রমজান মাস শুরুর আগেই ভোট অনুষ্ঠিত হবে।

তিনি জোর দিয়ে বলেন, “কোনো বিতর্কিত বা পক্ষপাতদুষ্ট ব্যক্তি নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না। কমিশনের লক্ষ্য হচ্ছে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।”

এ সময় তিনি আরও জানান, আইনগতভাবে কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে, সেই দলের নির্বাচনে অংশগ্রহণও স্বয়ংক্রিয়ভাবে স্থগিত থাকবে।

ইসি সূত্রে জানা গেছে, শাপলা প্রতীকটি কমিশনের নিবন্ধিত প্রতীক তালিকায় না থাকায় তা কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর কাছে বরাদ্দ দেওয়া যাবে না। প্রতীক তালিকা অনুযায়ী নির্ধারিত সীমিত সংখ্যক প্রতীকই ভোটে ব্যবহার করা যাবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রমজানের আগে নির্বাচনের ঘোষণা নির্বাচন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে এবং মাঠপর্যায়ে প্রশাসনিক প্রস্তুতি ত্বরান্বিত করবে।