70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ১৬ ইউনিটের চেষ্টা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৮ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩১
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ১৬ ইউনিটের চেষ্টা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে কার্গো ভিলেজের একটি অংশে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।

বিমানবন্দর নির্বাহী পরিচালক কার্যালয়ের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, “কার্গো ভিলেজের পাশে একটি স্থানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত টিম একসাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

তিনি আরও জানান, “অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্গো এলাকায় সীমাবদ্ধ থাকায় বিমানবন্দরের ফ্লাইট চলাচলে কোনো প্রভাব পড়েনি। সব ফ্লাইট স্বাভাবিকভাবে চলছে।”

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এর কারণ নির্ণয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।