70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের ২৮ ইউনিটের তৎপরতা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৮ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ৪১
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের ২৮ ইউনিটের তৎপরতা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে বলে নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার টিম ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “বিমানবন্দরের ৮ নম্বর গেটের কাছে স্কাই ক্যাপিটাল অফিস এবং ইম্পোর্ট কার্গো এরিয়ায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়, পরে তা বাড়িয়ে ২৮ ইউনিট করা হয়।”

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিটও অগ্নিনির্বাপণে অংশ নিয়েছে। তাদের সঙ্গে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন ও ফায়ার সার্ভিসের সদস্যরাও কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্ত শেষ হলে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে। একই সঙ্গে তারা সবাইকে সচেতন ও নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে।