70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

সাধারণ মানুষ গণভোট বুঝে না, তারা চায় শুধু ভোট দিতে: মির্জা ফখরুল

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৯ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৭
সাধারণ মানুষ গণভোট বুঝে না, তারা চায় শুধু ভোট দিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোট চায়, কিন্তু আমরা বলেছি—গণভোট হবে নির্বাচনের দিনেই। সাধারণ মানুষ এসব তত্ত্ব বোঝে না, তারা শুধু চায় নিজের ভোট নিজে দিতে।”

শনিবার (৯ নভেম্বর) দুপুরে ঠাকরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, “দেশে আজ যে সংকট দেখা যাচ্ছে, তা আসলে সরকারের তৈরি নাটক। জনগণ এসব নাটক বুঝে না। তারা শুধু ভোটের দিন নিজের অধিকারটি প্রয়োগ করতে চায়। বর্তমান সরকার জনগণের সরকার নয়, তারা জনগণের কষ্ট বোঝে না।”

তিনি আশ্বাস দিয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্যমূল্যে ধান বিক্রির ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়।”

মাঠে উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক আপনারা চেনেন—এখন সেটা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। তাই ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে জনগণকে বেছে নিতে হবে।”

আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, “এবারের নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি—ধানের শীষে ভোট দিন। আমরা দেশকে আবারও স্থিতিশীলতা ও ন্যায়ের পথে ফিরিয়ে আনবো।”

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ-বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।