77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

সাবেক উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য নাহিদ ইসলামের: ‘অনেকে নিজেদের আখের গুছিয়েছে, খুঁজছে সেফ এক্সিট’

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৫ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৮
সাবেক উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য নাহিদ ইসলামের: ‘অনেকে নিজেদের আখের গুছিয়েছে, খুঁজছে সেফ এক্সিট’

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান উপদেষ্টাদের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, অনেক উপদেষ্টা এখন নিজেদের স্বার্থ রক্ষা ও ক্ষমতায় টিকে থাকার জন্য ‘সেফ এক্সিট’ খুঁজছেন।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম জানান, “উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, যেন সময়মতো নিরাপদে সরে যেতে পারে। তারা বিশ্বাস করে, রাজনীতিকদের সমর্থনই তাদের টিকে থাকার মূল ভরসা।”

তিনি আরও বলেন, “আমরা যাদের উপদেষ্টা বানিয়েছিলাম, তাদের অনেকের ওপর আস্থা রাখা ছিল ভুল সিদ্ধান্ত। আসলে আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করে সম্মিলিতভাবে দায়িত্ব নেওয়া। নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর প্রতি অতিরিক্ত আস্থা রাখার ফলেই আমরা প্রতারিত হয়েছি।”

নাহিদ ইসলামের অভিযোগ, কিছু উপদেষ্টা ইতোমধ্যেই নিজেদের ‘আখের গুছিয়ে ফেলেছেন’, এমনকি গণ-অভ্যুত্থানের আদর্শের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি সতর্ক করে বলেন, “সময় এলে আমরা তাদের নামও প্রকাশ করব।”

ছাত্রনেতাদের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই প্রশাসন তিন মাসও টিকত না। প্রথম ছয় মাস সরকার উৎখাতের নানা চেষ্টা হয়েছে, আজও সেই ষড়যন্ত্র থামেনি।”

এনসিপি আহ্বায়ক আরও বলেন, “নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠনের পরিবর্তে যদি রাজনৈতিক দলগুলো একসঙ্গে জাতীয় সরকার গঠন করত, তাহলে ছাত্রদের কাঁধে এই ভার পড়ত না। আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু সম্মিলিত উদ্যোগে হলে আজকের পরিস্থিতি অন্যরকম হতো।”