70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

রোমের মেয়রের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৪ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৫
রোমের মেয়রের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ

ইতালির রাজধানী রোমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরি। স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা পারস্পরিক সম্পর্ক ও বাংলাদেশি প্রবাসীদের অবদান নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা মেয়র গুয়ালটিয়েরির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “রোমে বাংলাদেশি কমিউনিটি যেমন সাংস্কৃতিকভাবে ইতালীয় সমাজের সঙ্গে একীভূত হয়েছে, তেমনি তারা বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশি অভিবাসীদের প্রতি আপনার সহানুভূতিশীল আচরণের জন্য ধন্যবাদ।”

রোমের মেয়রও বাংলাদেশি প্রবাসীদের সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, বহুসাংস্কৃতিক শহর হিসেবে রোমে বাংলাদেশি নাগরিকরা নিজেদের অবস্থান গড়ে তুলেছেন প্রশংসনীয়ভাবে।

এছাড়া প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (World Food Forum - WFF) এর পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণ করেন। এই ইভেন্টে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টা রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটায় রোমে পৌঁছান। সেখানে তিনি গ্লোবাল অ্যালায়েন্সের অফিসও পরিদর্শন করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।