রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে হঠাৎআক্রমণাত্মক হয়ে উঠেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে তারা রাকসু (রাজশাহীবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ভবনের কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে চেয়ার ও টেবিল ভাঙচুরকরে। পরে তারা ভবনেরমূল ফটকে তালা ঝুলিয়েদেয়, যার কারণে রাকসুনির্বাচনের মনোনয়ন বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
রাকসুর কোষাধ্যক্ষ এবং নির্বাচনের প্রধানরিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানান, সকাল ১০টা থেকেমনোনয়ন ফরম বিতরণ শুরুহওয়ার কথা থাকলেও ফটকেতালা থাকায় কেউ ভেতরে ঢুকতেপারছে না। তিনি বলেন, “তারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন না করে নেতিবাচকভাবেকাজ করছে।” তিনি আরও জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে বর্তমানতফসিল বাতিল করতে হবে, কারণতাদের হল সংযুক্তি ওআইডি কার্ড সম্পন্ন হতে আরও সময়লাগবে।
এদিকে, বেলা সাড়ে ১০টারদিকে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষকরা ছাত্রদলের এই কর্মসূচির প্রতিসংহতি প্রকাশ করেছেন। ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট দলকেরাকসু দিতে চায়, যাতারা হতে দেবেন না।প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য পরিবেশতৈরি করতে হবে বলেতিনি দাবি করেন।
ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ (রাহী) অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রায় চার হাজার প্রথমবর্ষের শিক্ষার্থীকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে।তিনি বলেন, “ভর্তি প্রক্রিয়া ও ক্লাস শুরুরতারিখ বারবার পিছিয়ে দেওয়া হয়েছে শুধু নবীন শিক্ষার্থীদেরভোটাধিকার থেকে দূরে রাখারজন্য।” এছাড়া তিনি দুর্গাপূজার দিনেভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন, যা হিন্দু শিক্ষার্থীদেরভোটাধিকার হরণ করতে পারেবলে তিনি মনে করেন।
এসব আন্দোলনের মধ্যেই২৮ আগস্ট ছাত্রদলের নেতা-কর্মীরা ২৮টিপদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৩টি এবং সিনেটের৫টি পদ ছিল। নির্বাচনকমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারপর্যন্ত বিভিন্ন পদে মোট ৫৯৫টিমনোনয়ন ফরম বিতরণ করাহয়েছে।
ছাত্রদল জানায়, তারা বিভিন্ন শান্তিপূর্ণকর্মসূচি যেমন স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেওযখন কোনো ফল পায়নি, তখন এই কঠোর অবস্থানেযেতে বাধ্য হয়েছে। তারা এই নির্বাচনকেএকটি ‘লোক দেখানো’ নির্বাচনবলেও মন্তব্য করেছে।
আপনার বিজ্ঞাপন এখানে