বস্টন বাংলা অনলাইন ডেস্ক, ২২ ডিসেম্বর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সাম্প্রতিক শিক্ষক নিয়োগকে ঘিরে গুরুতর অনিয়ম, জালিয়াতি ও অসঙ্গতির অভিযোগ তুলেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে ২১ ডিসেম্বর রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বস্টন বাংলার অনলাইন ডেস্কে প্রেরিত প্রেস রিলিজ থেকে এসব তথ্য জানা যায়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে শিক্ষক বনি আদমের নিয়োগটি নিয়মবহির্ভূত ও অবৈধ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অন্য বিষয়ের বিজ্ঞপ্তির আওতায় গোপনীয়তা ও জালিয়াতির আশ্রয়ে তাকে নিয়োগ দেওয়া হয় বলে দাবি করা হয়।
শিক্ষার্থীদের মতে, ২০০৯ সালে এই নিয়োগ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত কাঠামোর অপব্যবহার করা হয়েছে, যা চারুকলা অনুষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তারা অবিলম্বে বিতর্কিত এই নিয়োগ বাতিল ও সংশ্লিষ্ট শিক্ষকের অপসারণ দাবি করেন।
এছাড়া, গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়েও আপত্তি তোলেন শিক্ষার্থীরা। বিভাগীয় প্ল্যানিং কমিটির সুপারিশ উপেক্ষা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৭৫ শতাংশ তাত্ত্বিক এবং মাত্র ২৫ শতাংশ ব্যবহারিক নম্বর নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
তারা আরও অভিযোগ করেন, নিয়োগ পরীক্ষায় অত্যন্ত সাধারণ ও মানহীন প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
স্মারকলিপিতে চারটি প্রধান দাবি জানানো হয়—
১. অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক বনি আদমের অবিলম্বে অপসারণ,
২. বিতর্কিত প্রশ্নপত্র ও ত্রুটিপূর্ণ মূল্যায়ন কাঠামো বাতিল,
৩. নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন,
৪. ব্যবহারিক দক্ষতাকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নতুন নিয়োগ নীতিমালা প্রণয়ন।
স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এতে চারুকলা অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার বিজ্ঞাপন এখানে