70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, পালিয়েছে দুর্বৃত্তরা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১০ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২০
রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, পালিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এলোপাতাড়ি গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে কলেজের সামনে ফাঁকা স্থানে অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে একজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বলেন,

“গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।