রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পে রাজউকের ৩০ কাঠা প্লট বরাদ্দকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় আজ সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকসহ মোট ১৮ জন আসামির বিরুদ্ধে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলাটির সাক্ষ্যগ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত কর্মকর্তার সাক্ষ্য দিয়েই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্যপ্রক্রিয়া শুরু হবে।
এর আগে, গত ৩০ নভেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম আজকের দিনটি নতুন করে ধার্য করেন।
এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদারসহ রাজউকের সাবেক ও বর্তমান একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এছাড়া রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা সদস্য ও পরিচালকরা এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনও এ মামলার আসামি হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি বিধি লঙ্ঘন করে প্লট বরাদ্দের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের অভিযোগে দায়ের করা এ মামলাটি ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
আপনার বিজ্ঞাপন এখানে