বাংলাদেশেরপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসজানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনঅনুষ্ঠিত হবে। তিনি মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এতথ্য জানান।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রেপুনরুদ্ধারের চেষ্টা করছে এবং তরুণদেরশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগসৃষ্টির জন্য মালয়েশিয়া সরকারেরপ্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া, রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানেরসাহায্য চাওয়ার কথা বলেন।
মালয়েশিয়ানপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. ইউনূসের শান্তিপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করেন। বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহপাঁচটি সমঝোতা স্মারক সই হয়। সফরেরদ্বিতীয় দিনে আনোয়ার ইব্রাহিমপ্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনাও গার্ড অব অনার দেন।
আপনার বিজ্ঞাপন এখানে