প্রবাসীবাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে এবার কানাডায়বসবাসরত বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধনও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করতে যাচ্ছেনির্বাচন কমিশন। এই কার্যক্রমের আনুষ্ঠানিকউদ্বোধন করতে আগামী ২৮আগস্ট কানাডা সফরে যাচ্ছেন প্রধাননির্বাচন কমিশনার (সিইসি) এ এম এমনাসির উদ্দীন।
সরকারিনির্দেশনা অনুযায়ী, সিইসি এই সফরে টরন্টোও অটোয়ায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে অংশ নেবেন। তাঁরসফরসঙ্গী হিসেবে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তামো. লুৎফুল কবির সরকার। উদ্বোধনীঅনুষ্ঠানের পাশাপাশি সিইসি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন, যেখানে এনআইডি ও ভোটার নিবন্ধনপ্রক্রিয়া সম্পর্কে আলোচনা, সুবিধাবলি ব্যাখ্যা এবং প্রশ্নোত্তর পর্বঅনুষ্ঠিত হবে।
সিইসি২৬ আগস্টের কাছাকাছি কোনো তারিখে ঢাকাথেকে যাত্রা করবেন এবং সফর শেষে৪ থেকে ৬ সেপ্টেম্বরপর্যন্ত ভ্যাঙ্কুভারে ব্যক্তিগত ছুটিতে থাকবেন। ছুটিকালীন অতিরিক্ত সব খরচ তিনিনিজ দায়িত্বে বহন করবেন। ৮সেপ্টেম্বর তাঁর ঢাকায় ফেরারকথা রয়েছে।
নির্বাচনকমিশনের মতে, প্রবাসীদের এইভোটার নিবন্ধন কার্যক্রম প্রবাসী বাংলাদেশিদের গণতান্ত্রিক অংশগ্রহণ বাড়াতে এবং নির্বাচন ব্যবস্থারস্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপহিসেবে বিবেচিত হচ্ছে
আপনার বিজ্ঞাপন এখানে