79°F বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

মার্কিন শুল্কে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রই: মাহাথির মোহাম্মদ

Admin, Boston Bangla

প্রকাশ: ৩০ মে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৮
মার্কিন শুল্কে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রই: মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ডা. মাহাথির মোহাম্মদ কঠোর ভাষায় মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত ব্যাপক শুল্কের সমালোচনা করে বলেছেন, এই পদক্ষেপ তাদের দেশটির অর্থনীতিকেই বেশি ক্ষতিগ্রস্ত করবে। তিনি মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের এই নীতি তাদের বাণিজ্য অংশীদারদের চেয়েও আমেরিকার জন্য বিপর্যয় ডেকে আনবে।

ফ্রি মালয়েশিয়া টুডের সাথে এক সাক্ষাৎকারে পোড় খাওয়া এ সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বলেন, প্রায় ৬০টি দেশের পণ্যের উপর ১০ শতাংশ থেকে ৪৯ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ফলে আমেরিকায় জিনিসপত্রের দাম বাড়বে। এর ফলস্বরূপ, দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে। তিনি প্রশ্ন তোলেন, “আমরা প্রায়শই মালয়েশিয়া ও অন্যান্য বাণিজ্য সহযোগীদের উপর এর প্রভাব নিয়ে আলোচনা করি। কিন্তু আসল প্রশ্ন হলো, আমেরিকার কী হবে?”