79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

পোস্টার নিষিদ্ধ, বিলবোর্ডের সংখ্যা সীমিত: নতুন নির্বাচনি আচরণবিধি আনছে নির্বাচন কমিশন

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৪ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৯
পোস্টার নিষিদ্ধ, বিলবোর্ডের সংখ্যা সীমিত: নতুন নির্বাচনি আচরণবিধি আনছে নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনিপ্রচারণায় বড় পরিবর্তন আসছে।নির্বাচন কমিশন (ইসি) নতুন আচরণবিধিমালায়পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করার পাশাপাশি বিলবোর্ডব্যবহারের ওপরও কঠোর বিধিনিষেধআরোপ করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) এইনতুন আচরণবিধিমালা অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়েপাঠানো হয়েছে।

আচরণবিধির নতুন বিধানগুলো হলো:

  • পোস্টারব্যবহার নিষিদ্ধ: সংসদ নির্বাচনে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।
  • বিলবোর্ডেরসংখ্যা সীমিত: প্রতিটি সংসদীয় আসনে একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। বিলবোর্ডের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৬ ফুট এবং প্রস্থ হবে ৯ ফুট।
  • ড্রোনও এআই নিষিদ্ধ: ভোটের দিন ও প্রচারের সময় ড্রোন, কোয়াড কপ্টার বা এ জাতীয় যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধান রাখা হয়েছে।
  • নারীদেরসাইবার বুলিং প্রতিরোধ: নতুন আচরণবিধিতে নারীদের সাইবার বুলিং রোধের জন্য সুনির্দিষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • বিদেশিপ্রচারণা:বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা চালানো নিষিদ্ধ করা হয়েছে।

শাস্তি বৃদ্ধি:

আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি অনেক কঠোর করাহয়েছে। এখন থেকে প্রার্থীতাবাতিলের বিধান যুক্ত করা হয়েছে। জরিমানারপরিমাণ ৫০ হাজার থেকেবাড়িয়ে দেড় লাখ টাকাকরা হয়েছে। এছাড়া, সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডেরআগের বিধানটি বহাল থাকছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুনআচরণবিধিমালা প্রণয়ন করা হয়েছে। ইসিরপক্ষ থেকে জানানো হয়েছে, এতে আগের বেশিরভাগ বিধানঅপরিবর্তিত রাখা হয়েছে, তবেযুগের সঙ্গে তাল মিলিয়ে বেশকিছু নতুন ধারা যোগকরা হয়েছে।