আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনিপ্রচারণায় বড় পরিবর্তন আসছে।নির্বাচন কমিশন (ইসি) নতুন আচরণবিধিমালায়পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করার পাশাপাশি বিলবোর্ডব্যবহারের ওপরও কঠোর বিধিনিষেধআরোপ করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) এইনতুন আচরণবিধিমালা অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়েপাঠানো হয়েছে।
আচরণবিধির নতুন বিধানগুলো হলো:
শাস্তি বৃদ্ধি:
আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি অনেক কঠোর করাহয়েছে। এখন থেকে প্রার্থীতাবাতিলের বিধান যুক্ত করা হয়েছে। জরিমানারপরিমাণ ৫০ হাজার থেকেবাড়িয়ে দেড় লাখ টাকাকরা হয়েছে। এছাড়া, সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডেরআগের বিধানটি বহাল থাকছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুনআচরণবিধিমালা প্রণয়ন করা হয়েছে। ইসিরপক্ষ থেকে জানানো হয়েছে, এতে আগের বেশিরভাগ বিধানঅপরিবর্তিত রাখা হয়েছে, তবেযুগের সঙ্গে তাল মিলিয়ে বেশকিছু নতুন ধারা যোগকরা হয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে