ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের একটি কথোপকথন ফাঁস হওয়ার দাবিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) আলোচিত অডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দেয়।
ফাঁসকৃত বলে দাবি করা ওই অডিও প্রথমে সাংবাদিক হেলাল উদ্দিন তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। পরে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরও তা শেয়ার করেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
অডিওতে এক নারী কণ্ঠকে শেখ হাসিনার বলে দাবি করা হলেও তার সত্যতা যাচাই স্বাধীনভাবে সম্ভব হয়নি। ওই কণ্ঠে ব্যক্তিটি দেশ ত্যাগ ও পদত্যাগ নিয়ে অনিশ্চয়তার কথা প্রকাশ করতে শোনা যায়। তিনি বলেন, দেশে যা পরিস্থিতি—এভাবে চলতে পারে না, তাই পদত্যাগপত্র প্রস্তুত করা হয়েছিল।
অন্যদিকে কথোপকথনে থাকা পুরুষ কণ্ঠ, যাকে হাছান মাহমুদ বলে উল্লেখ করা হচ্ছে, তাকে জরুরি অবস্থা জারির পরামর্শ দিতে শোনা যায়। তবে নারী কণ্ঠ প্রতিক্রিয়ায় বলেন, জরুরি অবস্থা দিলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, তাই বিকল্প সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে।
অডিওটির ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়া এবং ২৪ ঘণ্টার সময়সীমা রাখার কথাও আলোচনা হয়েছে বলে দাবি উঠেছে।
এ বিষয়ে এখনো কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফাঁস হওয়া অডিওটি সত্য না মনগড়া—তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে মতবিরোধ ও তদন্তের দাবি।
আপনার বিজ্ঞাপন এখানে