54°F বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ওসমান হাদির জানাজা: সংসদ ভবন এলাকায় মানুষের ঢল, জোরদার নিরাপত্তা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২০ ডিসে ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩৫
ওসমান হাদির জানাজা: সংসদ ভবন এলাকায় মানুষের ঢল, জোরদার নিরাপত্তা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় ব্যাপক মানুষের সমাগম দেখা গেছে। সকাল থেকেই মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (২০ ডিসেম্বর) ভোর থেকেই সংসদ ভবনের সামনের গুরুত্বপূর্ণ সড়ক মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ রাখা হয়। সড়কের উভয় প্রান্তে নিরাপত্তা চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন জানাজায় অংশ নিতে সকাল থেকেই এলাকায় জড়ো হতে শুরু করেন।
সরকারি সূত্রে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। সেখানে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।