79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

নুরুল হকের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার

Online Desk, Boston Bangla

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩৮
নুরুল হকের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার

গণ অধিকার পরিষদেরসভাপতি নুরুল হকের ওপর আইনশৃঙ্খলাবাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই ঘটনায় জড়িতদেরবিরুদ্ধে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তেরমাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ারপ্রতিশ্রুতি দিয়েছে সরকার।

 

বিবৃতিতে যা বলা হয়েছে

শনিবার এক বিবৃতিতে অন্তর্বর্তীসরকার জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতমনেতা নুরুল হকের ওপর এইনৃশংস হামলা গণতন্ত্রের চেতনার ওপর আঘাত। সরকারএই ঘটনায় জড়িত কোনো ব্যক্তি, প্রভাববা পদমর্যাদা বিবেচনা না করে দ্রুতও স্বচ্ছতার সঙ্গে বিচার সম্পন্ন করবে।

সরকার আরও জানায়, নুরুলহক ও তাঁর দলেরআহত সদস্যদের চিকিৎসার জন্য একটি বিশেষায়িতমেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।প্রয়োজনে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচেবিদেশে পাঠানো হবে।

 

নুরুল হকের রাজনৈতিক ভূমিকা ও চলমান পরিস্থিতি

বিবৃতিতে নুরুল হকের রাজনৈতিক ভূমিকারপ্রশংসা করে বলা হয়, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেএবং গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাপালন করেছেন। সরকার সব রাজনৈতিক ওসামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিবৃতিতেবলা হয়, আগামী জাতীয়নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিরপ্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং কোনোঅশুভ শক্তিকে জনগণের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবেনা।

 

সংঘর্ষের ঘটনা

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) এবং গণ অধিকারপরিষদের নেতা-কর্মীদের মধ্যেসংঘর্ষ হয়। গণ অধিকারপরিষদ বলছে, তাদের মিছিলের ওপর জাপা কর্মীরাহামলা চালায়। অন্যদিকে, জাপার দাবি, গণ অধিকার পরিষদেরমিছিল থেকে তাদের ওপরহামলা করা হয়েছে। পরেআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হকসহ বেশ কয়েকজনআহত হন। গণ অধিকারপরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, পুলিশও সেনাবাহিনীর হামলায় নুরুল হকসহ শতাধিক নেতা-কর্মী আহত হন।

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, জননিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয় এবং এতেসেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয়েছেন।