54°F শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি, শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৭ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ২২
নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি, শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীতের দাপট। নওগাঁ জেলায় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ, যার প্রভাবে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে নওগাঁয় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ভোরের হিমেল বাতাস ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অনেকেই প্রয়োজনীয় কাজে ঘরের বাইরে বের হতে পারছেন না, ফলে দৈনন্দিন আয় কমে গেছে। শীত নিবারণের জন্য বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে সাধারণ মানুষকে।
এদিকে ঠাণ্ডার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়ার কারণে জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে। বুধবার সকাল ৬টায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন।
তিনি আরও জানান, জেলায় বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।