70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

নির্বাচনের দিনেই গণভোটের দাবি মির্জা ফখরুলের

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০২ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২১
নির্বাচনের দিনেই গণভোটের দাবি মির্জা ফখরুলের

১৯৭১ সালের চেতনা ও মুক্তিযুদ্ধের স্মৃতি ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,

“১৯৭১ আমাদের জন্মের ঠিকানা, আমাদের অস্তিত্ব ও জাতিসত্তার মূল ভিত্তি। সেই সময়েই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল—এটা আমরা কখনো ভুলে যেতে পারি না।”

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হতে হবে, কারণ তার আগে তা করা সাংবিধানিকভাবে সম্ভব নয়।
গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলমুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,

“একটি শক্তি আছে যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। আজ তারা সেই ইতিহাসকে বিকৃত করে নতুনভাবে উপস্থাপন করতে চায়। তারা শুধু ২৪ জুলাইয়ের আন্দোলনকে বড় করে দেখাতে চায়। কিন্তু আমরা গত ১৫ বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ফ্যাসিস্ট শক্তির পতনের জন্য লড়াই করে যাচ্ছি।”

তিনি আরও যোগ করেন,

“জুলাই সনদে যেসব অংশে আমরা স্বাক্ষর করেছি, তার দায়িত্ব বিএনপি নেবে। তবে যেসব অংশে আমাদের স্বাক্ষর নেই, তার দায় বিএনপি গ্রহণ করবে না।”

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবীক্রম
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নুল আবেদীনসহ অনেকে।

দেশের বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধারাও সমাবেশে অংশ নেন।
আলোচনা শেষে তারা প্রেস ক্লাব থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত একটি মিছিল করেন।