70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার নতুন শটগান কিনছে সরকার: অর্থ উপদেষ্টা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৮ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২০
নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার নতুন শটগান কিনছে সরকার: অর্থ উপদেষ্টা

জাতীয় নির্বাচনের আগে আনসার বাহিনীর সক্ষমতা বাড়াতে ১৭ হাজার নতুন শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বৈঠক শেষে তিনি জানান, আনসারদের বর্তমান আগ্নেয়াস্ত্রগুলো অত্যন্ত পুরোনো হওয়ায় সেগুলো প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে। নতুন শটগান সংগ্রহের মাধ্যমে মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগে যে ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনার পরিকল্পনা ছিল—সেটি পরিবর্তন করা হচ্ছে। এখন থেকে শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই বডি ক্যামেরা বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, “কোন কেন্দ্রে ক্যামেরা প্রয়োজন এবং কতটা প্রয়োজন—এসব বিষয়ে ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সিদ্ধান্ত নেবে। সব কেনাকাটা হবে স্বচ্ছভাবে।”

অন্যদিকে, ক্রমবর্ধমান চাহিদার কারণে এক কোটি ই-পাসপোর্ট বই কেনার বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি টিকার ঘাটতির বিষয়টি মাথায় রেখে ইপিআই টিকা কেনার সিদ্ধান্তও হয়েছে বৈঠকে।

রোজার বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে সরকার আগাম সময়ে চাল ও গম আমদানি করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তার মতে, আগাম খাদ্যশস্য আমদানির উদ্যোগ বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে।