বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে যোগ দেবে না বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন,
“আমরা সবাইকে সঙ্গে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে।”
তিনি আরও জানান,
“আমরা কোনো জোট করব না। বরং নির্বাচনী সমঝোতার ভিত্তিতে প্রতিটি এলাকায় আলাদা প্রার্থী নিয়ে অংশ নেব। শুধুমাত্র ইসলামী দল নয়, দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিশীল নাগরিকরাও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।”
গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন,
“দেশে আগে গণভোট না হলে সাধারণ নির্বাচন কিসের ভিত্তিতে হবে? তাই আমরা চাই— গণভোট আগে অনুষ্ঠিত হোক, এবং তার আইনগত বাস্তবতা পরিষ্কার করা হোক।”
শফিকুর রহমান বলেন,
“আওয়ামী লীগের পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তারা যদি সত্যিই নির্বাচন চাইত, তাহলে আগের তিনটি সুযোগ কেন হাতছাড়া করল? তারা ভোটে বিশ্বাসী— এই কথার প্রমাণ দিতে পারেনি।”
তিনি আরও যোগ করেন,
“যে জিনিস তারা পছন্দ করে না, সেটি যদি তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, তবে সেটি নিঃসন্দেহে একটি জুলুম হবে।”
সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফেরার পর জামায়াত আমির বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার “আবেগঘন” সাক্ষাৎ হয়েছে।
“তারা দেশের প্রতি যে ভালোবাসা ও প্রত্যাশা বুকে ধারণ করে আছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রবাসীরা জাতি গঠনে বিশাল অবদান রাখছেন, অথচ আমরা তাদের প্রাপ্য সম্মান এখনো দিতে পারিনি,” — বলেন তিনি।
দলের সর্বোচ্চ পদে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর এটি ছিল ডা. শফিকুর রহমানের প্রথম সিলেট সফর। জানা গেছে, তিনি সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।
আপনার বিজ্ঞাপন এখানে