আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে নতুন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। তাকে নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে।
এতে বলা হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনরত অধ্যাপক আলী রীয়াজই আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম সমন্বয়ের প্রধান দায়িত্ব পালন করবেন।
আপনার বিজ্ঞাপন এখানে