82°F বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ছয় সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৈঠকে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি, কমিশনের কর্মপরিকল্পনা, এবং আসন্ন নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। ইসি সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের এ সফর মূলত আগাম নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

কমিশন জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী ইইউ ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক করছে। এরই ধারাবাহিকতায় আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে। তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং মাঠপর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ইইউ’র এ ধরনের কার্যক্রম একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।