79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন প্রধানের মৃত্যুর তিন বছর

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০১ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ৯
নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন প্রধানের মৃত্যুর তিন বছর

 ২০২২সালের ১ সেপ্টেম্বর, বিএনপির৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদলকর্মী শাওন প্রধান। আজতার মৃত্যুর তিন বছর পূর্তিতেওস্বজনদের মাঝে শোক ওক্ষোভ বিরাজ করছে।

ঘটনার বিবরণ:

২০২২ সালের এইদিনে নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গেনেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশি লাঠিচার্জ, ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে গুলিতে নিহত হন শাওনপ্রধান। তার বুকের বামপাশেগুলি লাগে এবং ঘটনাস্থলেইতিনি মারা যান।

মিছিলের সামনের সারিতে থাকা শাওনের একটিছবি আজও সামাজিক যোগাযোগমাধ্যমেছড়িয়ে আছে, যা সেইদিনের নির্মমতার সাক্ষী।

মামলা ও বর্তমান পরিস্থিতি:

শাওনের পরিবারের অভিযোগ, ডিবি পুলিশের এসআইমাহফুজুর রহমান কনকের রাইফেল থেকে ছোড়া গুলিতেইশাওনের মৃত্যু হয়। এ ঘটনায়শাওনের পরিবার সাবেক ডিসি মঞ্জুরুল হাফিজ, এসপি গোলাম মোস্তফা রাসেল এবং এসআই কনকসহবেশ কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলাদায়ের করে।

মামলার প্রধান দুই আসামি কারাগারেথাকলেও সাবেক এসপি রাসেল এখনোপলাতক রয়েছেন। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, মামলার তদন্ত চলছে এবং আইনিপ্রক্রিয়া চলমান। তিনি আরও জানান, দুই প্রধান আসামি বর্তমানে কারাগারে আছেন এবং বাকিআসামিরা দেশের বাইরে পলাতক।

শাওন প্রধান সদরউপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার বাসিন্দা ছিলেন এবং পেশায় একজনওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তারমৃত্যুতে পরিবার ও রাজনৈতিক সহকর্মীদেরমধ্যে গভীর শোকের ছায়ানেমে আসে।