ময়মনসিংহের ফুলবাড়িয়ায় থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে জুলহাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের একটি পেট্রোল পাম্পের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি রাত ২টা ৪৫ মিনিটের দিকে পেট্রোল নিতে থামে। তখন বেশিরভাগ যাত্রী নেমে গেলেও এক নারী ও তার শিশু ছেলে বাসের ভেতরেই ছিলেন।
এ সময় বাসের ভেতরে আরও ছিলেন চালক বা হেলপার জুলহাস। হঠাৎ তিনজন অজ্ঞাত দুর্বৃত্ত বাসে দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসজুড়ে।
আগুন লাগার পর শিশুটি কোনোভাবে বের হতে পারলেও তার মা গুরুতর দগ্ধ হন। জুলহাস বাসের ভেতরেই পুড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দগ্ধ নারীকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। পাশাপাশি, দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা চলছে।
আপনার বিজ্ঞাপন এখানে