২০১০ সালে বোস্টনে নিবাফ আয়োজিত স্বাধীনতা দিবসে “Sheikh Mujib: The Father” প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছিল।*
২০০৮ সালে ঢাকায় ছাত্রলীগ/জাসদ কর্মী ও লেখক কামাল উদ্দিন আহমেদ আমার ধানমন্ডির বাসায় আসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর লেখা তাঁর চিত্রনাট্য নিয়ে। আমি চিত্রনাট্যটি পছন্দ করি। এখানে উল্লেখ করা প্রয়োজন, লেখক কামাল ভাই মূলত ১৯৭১ সালে ছাত্রলীগের কর্মী ছিলেন এবং পরবর্তীতে জাসদের ছাত্র সংগঠনে যোগ দেন। তিনি জাসদ নেতা, আমাদের প্রিয় সিরাজুল আলম খান দাদার একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন এবং এখনো আছেন। তাঁর লেখার হাত অত্যন্ত শক্তিশালী—নিরব থাকলেও, শব্দে তাঁর শক্তির অভাব ছিল না। যদিও হয়তো সে অর্থে প্রকাশিত হতে পারেননি, তাঁর লেখার তুলনা হয় না।
বঙ্গবন্ধুকে নিয়ে এই প্রামাণ্যচিত্রটি আমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধোত্তর প্রজন্মের জন্য নির্মাণের সুপারিশ করি। আমি বলি, গত ২১ বছর ধরে (এবং এখনো) দেশে আওয়ামী লীগ ক্ষমতায় নেই। দেশ চলছে বিএনপি ও রাজাকারদের নিয়ে। দেশ হয়তো ভালো চলছে, কিন্তু বঙ্গবন্ধুর নাম-ঠিকানা কোথাও নেই। এই দেশে বড় হয়ে ওঠা নতুন প্রজন্মের অনেকে বঙ্গবন্ধুর নাম বা ইতিহাস, ১৯৭১-এর স্বাধীনতার পেছনে তাঁর অবদান—এসব বিষয়ে বিশদভাবে কিছুই জানে না বললেই চলে। তাই আমি চাই, নতুন প্রজন্ম যেন বঙ্গবন্ধুকে জানতে পারে—এই লক্ষ্যেই এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হোক। পরিকল্পনাটি ছিল আমার। কামাল ভাই আমার কথামতো কাহিনি ও চিত্রনাট্য তৈরি করেন। ২০০৯ সালে চিত্রটি সম্পূর্ণ হয়, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। চিত্রটি নিয়ে আমার অনেক আশা-ভরসা ছিল—বাংলাদেশের প্রতিটি প্রান্তে বঙ্গবন্ধুকে পৌঁছে দেওয়ার এক অদম্য প্রয়াস ছিল। কিন্তু কিছুই ঘটেনি।
তবুও আমি আজ ১৯৭১-এর স্বাধীনতার পক্ষে থাকা সকল শক্তি, সব বোস্টনবাসী, এবং সকল সচেতন নাগরিকের প্রতি অনুরোধ জানাচ্ছি—আপনারা এই প্রামাণ্যচিত্রটি দেখতে আসুন।
১৫ই আগস্ট, ২০২৫ | শুক্রবার | সন্ধ্যা ৭:৩০ মিনিটে
স্থান: 430 Rindge Ave first floor , Cambridge, MA 02140
আওয়ামী লীগ সরকার আসার পর বঙ্গবন্ধুকে নিয়ে অনেক ভালো ভালো বই, চিত্র ও প্রামাণ্যচিত্র হয়েছে। তবে আমি দৃঢ়ভাবে বলবো—“Sheikh Mujib: The Father” একটি ব্যতিক্রমধর্মী প্রদর্শনী। কারণ, এটি তৈরি হয়েছিল এমন এক সময়ে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না—এমনকি ক্ষমতায় আসবে কিনা, তাও নিশ্চিত ছিল না। এই চিত্রটি কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থসিদ্ধির জন্য নয়। এক ordinary মানুষ কীভাবে তাঁর দেশ ও দশের জন্য extraordinary হয়ে উঠলেন—কীভাবে তিনি “বঙ্গবন্ধু” উপাধি অর্জন করলেন—সেই অনন্য যাত্রাকে জানার এক অদম্য প্রচেষ্টার ফসল এই চিত্র ও প্রদর্শনী।
আশা করি, আপনি নিরাশ হবেন না। ধন্যবাদ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
আপনার বিজ্ঞাপন এখানে