মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান নিয়ে কোনো ধরনের ‘মব’ আচরণ বা কটাক্ষ সহ্য করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার দুপুরে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সেনাসদরের মিলিটারি অপারেশন পরিদফতরের কর্নেল মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান।
তিনি বলেন, "মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে। এই ইতিহাসকে অবমাননা বা বিকৃত করার সুযোগ নেই। অতীতেও আমরা মুক্তিযোদ্ধাদের যেভাবে সশ্রদ্ধ সম্মান জানিয়েছি, আজও জানাই এবং ভবিষ্যতেও জানিয়ে যাবো।"
জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম জানান, এখনো পর্যন্ত সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বাহিনীটি অভ্যন্তরীণ প্রস্তুতি রেখেছে। তিনি বলেন, “নির্বাচন কমিশন যদি দায়িত্ব দেয়, তাহলে সেনাবাহিনী সে অনুযায়ী দায়িত্ব পালন করবে।”
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর একার না। পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য নিরাপত্তা বাহিনী একসঙ্গে কাজ করলে পরিস্থিতির দ্রুত উন্নয়ন সম্ভব। ইতোমধ্যে এই সমন্বিত প্রচেষ্টা শুরু হয়েছে।”
তিনি আরও জানান, গত এক মাসে দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর অংশগ্রহণে পরিচালিত অভিযান, সহিংসতা প্রতিরোধে অবস্থান এবং জাতীয় নিরাপত্তা নিয়ে বাহিনীর প্রস্তুতির চিত্র তুলে ধরা হয়েছে। তিনি বলেন, "সেনাবাহিনী সব সময় সংবিধান ও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি দায়বদ্ধভাবে কাজ করে যাচ্ছে।"
এই ব্রিফিংয়ে সেনাবাহিনী যে কোনও ধরনের উসকানি বা বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান কর্নেল শফিকুল ইসলাম।
আপনার বিজ্ঞাপন এখানে