54°F বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

মোস্তাফিজ ইস্যুতে ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান বাংলাদেশের

Rokon Pathan, Boston Bangla

প্রকাশ: ০৩ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ৭
মোস্তাফিজ ইস্যুতে ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান বাংলাদেশের

মোস্তাফিজ ইস্যুতে ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান বাংলাদেশের

আইপিএল সম্প্রচার বন্ধ ও বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর নির্দেশনার কথা জানালেন উপদেষ্টা ড. আসিফ নজরুল

রোকন পাঠান । ০৩ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে উদ্ভূত সাম্প্রতিক বিতর্ককে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ড. আসিফ নজরুল অভিযোগ করেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে ভারতের ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনাকে তিনি বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারের প্রতি সরাসরি অবমাননা হিসেবে উল্লেখ করেন।

ড. আসিফ নজরুল জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন, যেন পুরো বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে লিখিতভাবে ব্যাখ্যা করা হয়। সেই সঙ্গে বোর্ডকে জানাতে বলা হয়েছে—যেখানে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশ জাতীয় দলের জন্য ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ বলে বিবেচিত হতে পারে না।

এই প্রেক্ষাপটে তিনি আরও জানান, বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়।

এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করার বিষয়েও আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

পোস্টের শেষ অংশে ড. আসিফ নজরুল স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশ কোনো অবস্থাতেই নিজের ক্রিকেট, ক্রিকেটার কিংবা রাষ্ট্রীয় মর্যাদার অবমাননা মেনে নেবে না। তিনি মন্তব্য করেন, “গোলামীর দিন শেষ”—যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ড বা কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ক্রীড়াঙ্গনে বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক ও ক্রীড়া রাজনীতির নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।