79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

মোবাইল জার্নালিজম’ ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে: উমামা ফাতেমা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩০
মোবাইল জার্নালিজম’ ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে: উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পরিবেশ ‘ডিজিটাল মোবাইল জার্নালিজম’ দ্বারা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, সাংবাদিকদের বারবার নিষেধ করা সত্ত্বেও তাদের নীতিবহির্ভূত কার্যক্রম বন্ধ হচ্ছে না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে উমামা ফাতেমা এই অভিযোগ তোলেন। তিনি লেখেন, ‘ক্যাম্পাসের ডাকসু নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। প্রার্থীদের সঙ্গে ভোটারদের কথা বলার সহজ স্বাভাবিক প্রক্রিয়াকে কঠিন করে দিচ্ছে। প্রার্থীদের প্রতিটি পদক্ষেপে ভিডিও করা কতটা সমীচীন, সেটা আমার প্রশ্ন!’

তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তারা প্রার্থী ও ভোটারদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হন। উমামা ফাতেমা আরও বলেন, ‘ভোটার ও প্রার্থীর সম্মতি ছাড়া অযাচিতভাবে ভিডিও করে ভোটের পরিবেশ নষ্ট করবেন না।’