70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

মিরপুর অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবিতে বিকেলে এনসিপির প্রতিবাদ সভা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৫ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৮
মিরপুর অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবিতে বিকেলে এনসিপির প্রতিবাদ সভা

রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পোশাক শ্রমিক নিহতের ঘটনাকে কেন্দ্র করে তিন দফা দাবিতে আজ বিকেলে প্রতিবাদ সভার আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় মিরপুর ১০ নম্বরের স্বাধীনতা চত্বরে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হবে।

এনসিপির তিন দফা দাবি

১️⃣ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী কেমিক্যাল গুদাম ও গার্মেন্টস মালিকসহ সকল দোষী ব্যক্তিকে দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
২️⃣ নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
৩️⃣ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবাসিক এলাকায় অবস্থিত সব কেমিক্যাল গুদাম অবিলম্বে সরিয়ে নিতে হবে।

মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানা ও “কসমিক ফার্মা” নামের একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস বেলা ১১টা ৪০ মিনিটে খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও সাতটি ইউনিট যুক্ত হয়।

দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে— ভবনের নিচতলায় আগুনের তীব্রতা ছিল এবং ছাদে ওঠার দরজাগুলো তালাবদ্ধ থাকায় অনেক শ্রমিক বাইরে বের হতে পারেননি। ফলে দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে পড়ে আগুনে পুড়ে প্রাণ হারান তারা।

এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি, পাশাপাশি দোষীদের বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।