রাজধানীর মহাখালীর সাততালা বস্তিতে অগ্নিকাণ্ডে প্রায় ৭০টি ঘর পুড়ে গেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কুর্মিটোলা ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিটসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নেভাতে সময় লাগে বিকেল ৪টা ৩৫ মিনিট পর্যন্ত।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
আপনার বিজ্ঞাপন এখানে