মেহেরপুরের গাংনী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানেঅস্ত্র ও গুলিসহ বিএনপিরএক সাবেক নেতাকে আটক করা হয়েছে।আজ সোমবার ভোরে গাংনী পৌরসভারচৌগাছা এলাকার নিজ বাড়ি থেকেতাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৫০)। তিনি গাংনীপৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং চৌগাছা এলাকারমৃত আজিজুল হকের ছেলে।
যৌথ বাহিনীর সূত্রজানায়, গোপন সংবাদের ভিত্তিতেসেনাবাহিনী ও র্যাব-১২এর গাংনী ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনাকরেন। অভিযান চলাকালে গোলাম মোস্তফার কাছ থেকে একটিবিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবংতিনটি গুলি উদ্ধার করাহয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইলজানান, আটককৃত গোলাম মোস্তফার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরেরপ্রস্তুতি চলছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে আদালতেরমাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আপনার বিজ্ঞাপন এখানে