70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত নীলক্ষেত এলাকা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৩ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ৪০
মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত নীলক্ষেত এলাকা

রোববার দিবাগত মধ্যরাতে রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, আহত হন সাংবাদিকসহ কয়েকজন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েমসহ বেশ কয়েকজন ছাত্রনেতা। ইতোমধ্যে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি আর অবনতি না ঘটে। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর জানান, শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে প্রাথমিকভাবে বিরোধের সূত্রপাত হয়। পরবর্তীতে তা দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

তিনি আরও বলেন, “আমরা উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তবে তাৎক্ষণিকভাবে কেউ গুরুতর আহত হয়েছেন কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত তথ্য দিতে পারেননি।