79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ২৫ তরুণ-তরুণী

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০১ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১০
মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ২৫ তরুণ-তরুণী

মেধা ও যোগ্যতারমূল্যায়নে ঝিনাইদহের ২৫ জন তরুণ-তরুণী মাত্র ১২০ টাকা খরচকরে পুলিশে চাকরি পেয়েছেন। কোনো প্রকার ঘুষবা তদবির ছাড়াই এই নিয়োগ সম্পন্নহয়েছে, যা তাদের হতদরিদ্রপরিবারের স্বপ্ন পূরণ করেছে।

রবিবার রাতে ঝিনাইদহ পুলিশলাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের ফলাফল ঘোষণারপর অনেক প্রার্থীর চোখেআনন্দের অশ্রু দেখা যায়। তাদেরমধ্যে একজন হলেন হরিণাকুণ্ডউপজেলার তুষার আহমেদ, যিনি শৈশবে পিতৃহারাহয়েও স্বপ্ন দেখেছিলেন পুলিশে যোগ দেওয়ার। তিনিবলেন, “টাকা ও তদবিরছাড়া চাকরি হয়, এটি আজপ্রথম দেখলাম। আমার বাবা বেঁচেথাকলে খুব খুশি হতেন।আমি বাংলাদেশের একজন গর্বিত পুলিশসদস্য হতে পেরে দেশেরজন্য কাজ করে যাব।”

ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ জানান, স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়াসম্পন্ন হয়েছে। গত ১০ থেকে১২ জুলাই ১ হাজার ৮৮০জন প্রার্থী প্রাথমিক পরীক্ষায় অংশ নেন। সেখানথেকে শারীরিক সক্ষমতার জন্য ২৭৯ জনএবং লিখিত পরীক্ষায় ৩৪ জন উত্তীর্ণহন। অবশেষে রবিবার মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ২৫জনকে নির্বাচিত করা হয়।

পুলিশ সুপার জানান, এই নিয়োগে শতভাগস্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককঠোর নির্দেশনা দিয়েছিলেন। তিনি আশা প্রকাশকরেন, এই তরুণ-তরুণীরাসততা ও নিষ্ঠার সঙ্গেদায়িত্ব পালন করে পুলিশেরভাবমূর্তি উজ্জ্বল করবে।