70°F শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

মানবতাবিরোধী অপরাধে হাসিনা–কামালের মৃত্যুদণ্ড: অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে ‘ঐতিহাসিক রায়’ ঘোষণা

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১৭ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৯
মানবতাবিরোধী অপরাধে হাসিনা–কামালের মৃত্যুদণ্ড: অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে ‘ঐতিহাসিক রায়’ ঘোষণা

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে “ঐতিহাসিক রায়” হিসেবে আখ্যা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়, এই রায়ের গুরুত্ব অত্যন্ত গভীর এবং দীর্ঘ সময় ধরে ন্যায়বিচারের প্রত্যাশায় থাকা জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়—রায় ঘোষণার পর জনমনে আবেগ তৈরি হওয়া স্বাভাবিক হলেও সেই আবেগের বশবর্তী হয়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খল, উত্তেজনাপূর্ণ আচরণ, সহিংসতা বা আইন-বহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না।
জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের দীর্ঘদিনের অপেক্ষার পর পাওয়া এই রায়কে ঘিরে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো আচরণ না করেন—এ বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে সরকার।

বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের কোনো উদ্যোগ সহ্য করা হবে না।