বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ দেশটির উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।
সফরের মূল উদ্দেশ্য মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করা। এ লক্ষ্যে দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তির চাহিদা বৃদ্ধির জন্য এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমাদের শ্রমবাজারে মালয়েশিয়া একটি বড় গন্তব্য। এই সফরের মাধ্যমে আমরা চাইব দেশটি যেন বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নেয়।”
এছাড়াও জ্বালানি, গভীর সমুদ্রের মৎস্য আহরণ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে মালয়েশিয়ার বহুজাতিক কোম্পানিগুলোর বিনিয়োগ আকর্ষণের বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব।
তিন দিনের সফরসূচি অনুযায়ী, ১১ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের সমস্যা ও পাসপোর্ট জটিলতা নিয়েও আলোচনা হবে।
সফরকালে মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া ১৩ আগস্ট তিনি একটি বিজনেস কনফারেন্সে অংশ নেবেন, যেখানে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানির শীর্ষ নির্বাহীরা উপস্থিত থাকবেন। সম্মেলনে তিনি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন।
এদিনই মালয়েশিয়ার কেবাংসাং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে একটি সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে। এ সম্মাননা অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও দেশটির সুলতান উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, এই সফরটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের একটি আনুষ্ঠানিক পাল্টা সফর। এর আগে, গত বছরের অক্টোবর মাসে আনোয়ার ইব্রাহিম ড. ইউনূসের আমন্ত্রণে ঢাকা সফর করেছিলেন।
আপনার বিজ্ঞাপন এখানে