বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলেজানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীরমতিঝিলে পূবালী ব্যাংকের কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে তিনি এ তথ্যদেন।
ডা. জাহিদ বলেন, "জাতীয় নির্বাচনের অনেক আগেই তারেকরহমান দেশে ফিরে আসবেনএবং দেশে থেকেই দলেরনেতৃত্ব দেবেন।"
তিনি আরও বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের সেই ষড়যন্ত্র কাজেআসবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচনঅনুষ্ঠিত হবে। আওয়ামী লীগআবারও পেছনের দরজা দিয়ে জনগণেরঅধিকার হরণের সুযোগ খুঁজছে মন্তব্য করে তিনি বলেন, "চলমান ষড়যন্ত্র রুখতে সবাইকে চোখ-কান খোলারাখার আহ্বান জানাচ্ছি।"
আপনার বিজ্ঞাপন এখানে