79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

কুয়ালালামপুরে বিশাল অভিযান: ৩৭৭ বাংলাদেশি আটক, মিলল অনলাইন জুয়ার আসর

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৩ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২০
কুয়ালালামপুরে বিশাল অভিযান: ৩৭৭ বাংলাদেশি আটক, মিলল অনলাইন জুয়ার আসর

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় এক বিশেষ অভিযানে৩৭৭ বাংলাদেশি সহ মোট ৭৭০জন বিদেশিকে আটক করেছে দেশটিরঅভিবাসন দপ্তর। বারনামা সংবাদমাধ্যম জানিয়েছে, এই অভিযান চালানোহয়েছে একটি ভবনের জুয়ারআসরে।

 

অভিযানের বিবরণ

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাতসাড়ে ১০টা পর্যন্ত এইঅভিযান পরিচালিত হয়। মালয়েশিয়ার অভিবাসনবিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান বলেন, তিন সপ্তাহ ধরেস্থানীয়রা অভিযোগ করছিলেন যে ওই ভবনেসামাজিক অনুষ্ঠানের নামে বিদেশিরা কিছুএকটা করছেন। এর ভিত্তিতেই অভিযানটিচালানো হয়।

অভিযানের সময় কর্মকর্তারা একটিঅনলাইন জুয়া খেলার স্থানআবিষ্কার করেন, যেখানে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থাও ছিল। সেখান থেকে৭ জন বিদেশিকে জুয়াখেলার সময় হাতেনাতে ধরাহয়। আকস্মিক এই অভিযানে অনেকেহতভম্ব হয়ে পড়েন এবংকেউ কেউ ভবনের ছাদে, টেবিলের নিচে বা অন্যান্যব্যবসায়িক প্রতিষ্ঠানে লুকিয়ে পড়ার চেষ্টা করেন, কিন্তু সবাইকে আটক করা হয়।

 

আটককৃতদের তালিকা ও পরবর্তী পদক্ষেপ

ঘটনাস্থলে মোট ২ হাজার৪৪৫ জনের নথিপত্র যাচাইকরা হয়, যার মধ্যে১ হাজার ৬০০ জন বিদেশিএবং ৮৪৫ জন মালয়েশিয়ারনাগরিক। নথিপত্র যাচাই শেষে ৭৭০ জনবিদেশিকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থান, পরিচয়পত্রনা থাকা এবং অবৈধপরিচয়পত্র ব্যবহারের মতো অভিবাসন সংক্রান্তবিভিন্ন অভিযোগ রয়েছে।

আটককৃতদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশিছাড়াও রয়েছেন:

  • মিয়ানমারের২৩৫ জন
  • নেপালের৭২ জন
  • ভারতের৫৮ জন
  • ইন্দোনেশিয়ার১৭ জন পুরুষ ও ২ জন নারী
  • অন্যান্যদেশের ৮ জন

আটককৃতদের বয়স ২১ থেকে৬৫ বছরের মধ্যে। প্রাথমিকভাবে তাদের পুত্রজায়া অভিবাসন দপ্তরে নেওয়া হয়েছে এবং বিস্তারিত তদন্তেরজন্য বর্তমানে তাদের বুকিত জলিল ও লেংগেংইমিগ্রেশন ডিপোয় রাখা হয়েছে।