79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

খরা, পানিসংকট ও অবহেলা: হুমকির মুখে বাংলাদেশের শস্যভান্ডার

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৪ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১১
খরা, পানিসংকট ও অবহেলা: হুমকির মুখে বাংলাদেশের শস্যভান্ডার

বাংলাদেশের উত্তরাঞ্চল, যা দেশের খাদ্যভান্ডারেরএকটি গুরুত্বপূর্ণ অংশ, বর্তমানে ভয়াবহখরা, পানিসংকট এবং জলবায়ু পরিবর্তনেরপ্রতিকূল প্রভাবে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। এই অঞ্চলের কৃষকরাপ্রচণ্ড গরম, বৃষ্টির অভাবএবং ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচেনেমে যাওয়ায় চরম সংকটে পড়েছেন।

নওগাঁর সাপাহার, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, রাজশাহীর গোদাগাড়ীসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকায় এখন ধান চাষেরবদলে আমবাগান বাড়ছে। কারণ ধান চাষেরজন্য প্রয়োজনীয় সেচের পানি পাওয়া যাচ্ছেনা। বিজিয়ান মুর্মুর মতো প্রান্তিক কৃষকরাবলছেন, আগে ৩০ ফুটগভীরে পানি পাওয়া গেলেওএখন ৫০ ফুট নিচেওপানির সন্ধান মেলে না। গভীরনলকূপগুলোও প্রায়শই অকেজো হয়ে পড়ছে।

সাম্প্রতিক গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তন এবং দুর্বল পানিব্যবস্থাপনার কারণে এই অঞ্চলের খাদ্যনিরাপত্তাঅর্ধেকের বেশি কমে যেতেপারে। বিশেষ করে, দেশের মোটধান উৎপাদনের ৬০ শতাংশের উৎসবোরো ধানের ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্তহচ্ছে। অত্যধিক তাপমাত্রার কারণে পরাগায়ন ব্যাহত হওয়ায় ধানে চিটা ধরছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান মনে করেন, জলবায়ুপরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় এলাকার মতো উত্তরাঞ্চল এখনোযথেষ্ট গুরুত্ব পায়নি। সরকারের জলবায়ু অভিযোজন পরিকল্পনাতেও এই অঞ্চলের বৈচিত্র্যময়প্রকৃতি ও সমস্যা যথাযথভাবেঅন্তর্ভুক্ত হয়নি।

এই সংকট শুধুকৃষকদের জীবনকেই ঝুঁকির মুখে ফেলছে না, বরং সমগ্র দেশের খাদ্যনিরাপত্তাকেও হুমকির মুখে ঠেলে দিচ্ছে।বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এখনইযদি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা না হয়, তাহলে আগামী কয়েক দশকের মধ্যে এই অঞ্চলে একটিবড় মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়নেমে আসতে পারে।